রাজধানীর তেজগাঁওয়ে আর্মি অ্যাভিয়েশন গ্রুপ কার্যালয়ে এভিয়েশন বেসিক কোর্স-১১ এর ব্রেভেট অ্যাওয়ার্ড সিরেমনি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি সেনা প্রধান, জেনারেল আজিজ আহমেদ। শুরুতেই ওঠে আসে সম্প্রতি আলজাজিরার প্রচারিত প্রতিবেদন ইস্যুটি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন, সেনাবাহিনী দেশের গর্ব, যাদের নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে নানা গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এসব ঘৃণাভরে প্রত্যাখান করেছে।
আরেক প্রশ্নের জবাবে আজিজ আহমেদ জানান, পারিবারিক কাজে অফিসিয়াল প্রটোকল ব্যবহার করেননি তিনি। বিভিন্ন দেশে ভ্রমণের সময় আল জাজিরা যেসব চিত্র ধারণ করেছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রনোদিত।
জেনারেল আজিজ আহমেদ বলেন, আইনসম্মত ভাবে অব্যাহতি পাওয়ার পরেই তাঁর ভাইয়েরা দেশে এসেছিলো। সেনা প্রধান বলেন, তার কারণে সেনাবাহিনী ও সরকার যেন বিব্রত না হয়, সে বির্ষে সতর্ক আছেন তিনি।
চক্রান্তকারীদের উদ্দেশ্য কোনোভাবেই সফল হবে না বলেও দৃঢ় প্রত্যয় জানান, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।