শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি চলবে বলে জানান সমাজসেবা সম্পাদক। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ হয়। শীতের সময়ে এই কার্যক্রমের মাধ্যমে অনেক শিক্ষার্থীই উপকৃত হচ্ছে।
ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক বলেন, ‘অন্যবারের তুলনায় এবারের পরিস্থিতি একটু ভিন্ন। প্রয়োজনের তাগিদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের আবাসিক ছাত্রী/ছাত্রাবাস বন্ধ থাকায় অনেক কষ্ট হচ্ছে। নিজেদের সমস্যার কথা জনসম্মুখে বলতে তাদের সংকোচবোধ হয়। তাই এ কর্মসূচি।
বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীদের সাথে ছিলো, আগামীতেও থাকবে জানিয়ে ছাত্রলীগের এ নেতা জানান, সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছেন।