অ্যান্টি মাইক্রোবাইয়াল রেজিস্ট্যান্স বিষয়ক বৈশ্বিক গ্রুপটির উদ্বোধনী সভায় ধারণকৃত বক্তব্যে প্রধানমন্ত্রী ছয়টি প্রস্তাব রাখেন। এগুলোর মধ্যে রয়েছে আইনের কঠোর বাস্তবায়ন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিমাইক্রোবাইয়াল পণ্য বিক্রি বন্ধ এবং এ সংক্রান্ত গবেষণা জোরদার করার বিষয়।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ও নির্বিচার ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে আরও মারাত্মক মহামারী দেখা দিতে পারে।