কুর্মিটোলা হাসপাতাল থেকেই বুধবার শুরু হবে টিকার মাধ্যমে মহামারী ঠেকানোর কার্যক্রম। একজন নার্স ও পরে আরও ২৪ জন বিভিন্ন পেশাজীবী নেবেন অক্সফোর্ডের টিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই কার্যক্রম দেখবেন। বেলা সাড়ে তিনটায় টিকার দেয়ার প্রক্রিয়া।
মঙ্গলবার কুর্মিটোলা হাসপাতালের সবশেষ প্রস্তুতি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানান, এই হাসপাতালে টিকাদান অনুষ্ঠানের পরদিন বৃহস্পতিবার বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল, মুগদা ও কুয়েত-মৈত্রী হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে। আর আগামী সাত ফেব্রুয়ারি থেকে সারাদেশে পুরোমাত্রায় শুরু হবে টিকাদান কার্যক্রম।
কুর্মিটোলা হাসপাতালের পরিচালকও জানিয়েছেন, টিকা দেয়া শুরু করতে পুরোপুরি প্রস্তত হাসপাতাল।
অক্সফোর্ডের টিকার অনুমোদন আগেই দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।