মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এ চার্জশিট দাখিল করেন। গত বছর ২০ নভেম্বর রাতে, মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে, গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করে র্যাব। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ ও প্রায় ৯ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। তার বাসা থেকে আট কেজি স্বর্ণ ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করে র্যাব।