অক্সফোর্ডের গবেষণা- অ্যাস্ট্রাজেনেকার সহায়তা এরপর ভারতের সেরামে ইনস্টিটিউটে উৎপাদিত হয়ে বাংলাদেশে পৌঁছালো করোনা টিকা। সরকারের কেনা ৩ কোটি টিকার প্রথম ৫০ লাখের চালান এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের পৌঁছায় সকাল সাড়ে এগারোটায়। বেক্সিমকো ফার্মার এমডিসহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিমানবন্দরে।
প্রতি ডোজ পাঁচ ডলার মূল্যে কেনা টিকা সংরক্ষণ করা হবে টঙ্গীতে বেক্সিমকো নিজস্ব গুদাঘরে। আমদানীকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রতিটি ব্যাচ থেকে টিকার ল্যাব টেস্টের পর ছাড়পত্র দিবে ঔষধ প্রশাসন অধিদপ্তর। পরবর্তী চার থেকে পাঁচ দিনের মধ্যে সারাদেশে পৌঁছে দিবে বেক্সিমকো।
বিমানবন্দরে উপস্থিত ঔষধ প্রশাসনের কর্মকর্তা জানান, নির্দিষ্ট তাপমাত্রায় টিকা সংরক্ষিত হচ্ছে কিনা তা দেখবেন তারা।
এই ৫০ লাখের আগেও শুভেচ্ছা হিসেবে আরও ২০ লাখ অক্সফোর্ডের টিকা এসেছে দেশে। কথা আছে আগামী বুধবার কুর্মিটোলা হাসপাতালে বিভিন্ন পেশাজীবীদের ২৫ জনকে ভ্যাকসিন দেয়া হবে। সারাদেশে টিকাদান কর্মসূচী শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারী।