নাম কখনো স্বপ্না, কখনো জ্যোছনা। এর আগেও এভাবে একাধিক অপরাধে সম্পৃক্ত ছিল গৃহকর্মী রেখা। সম্প্রতি ফাকা বাসায় গৃহকর্ত্রীর উপরে যার নৃশংসতা হতবাক করেছে সবাইকে।
শুক্রবার বিকেলে সিএমএম আদালতে ছিলো তার রিমান্ড শুনানি। যেখানে রেখা এবং তার স্বামী ইয়াবা ব্যবসায়ী এরশাদকে হাজির করে শাহজাহানপুর থানা পুলিশ। বাদী পক্ষের আইনজীবী জানান ১০ দিনের রিমান্ড চাইলেও বিচারক মঞ্জুর করেছেন ৮ দিন।
তদন্তকারী কর্মকর্তা জানান, এমন নৃশংসতার সাথে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছেন তারা।
এদিকে নির্যাতনের শিকার গৃহকর্ত্রী অবস্থা এখনও স্বাভাবিক নয়, চলছে চিকিৎসা। যার সর্বোচ্চ শাস্তি চান তার মেয়ে। শুধু তাই নয়, নৃশংসতার এমন ঘটনা ছাপ ফেলেছে ছোট্ট মনেও।
এরআগে, বুধবার গভীর রাতে ঠাকুরগাওয়ের চিকনমাটিয়া কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রেখাকে।