গৃহকর্মী রেখার নৃশংসতায় হতবাক হন ভুক্তভোগীর পরিবারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে ধরতে দেশজুড়ে শুরু হয় তৎপরতা।
বুধবার আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বারবার অব্স্থান পরিবর্তন করায় তাকে গ্রেপ্তারে দেরি হচ্ছে। তবে ওই রাতেই সফল হয় পুলিশ। ঠাকুগাঁওয়ের সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার হয় রেখা।
ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত ডিআইজি ওয়ালিদ হোসেন জানান, প্রথমে ঢাকার ডেমরায় লুকিয়েছিল আসামি। চ্যানেল টোয়েন্টিফোরে সংবাদ প্রচারের পর, চলে যায় ঠাকুরগাঁওয়ে মামার বাসায়।