বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর ১১ এর ৪ নম্বরে সড়কের জায়গায় গড়ে ওঠা মার্কেট উচ্ছেদে উত্তর সিটি করপোরেশন।
অবৈধ স্থাপনা ভাঙতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন কর্মকর্তারা। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। পিছু হটতে বাধ্য হন উচ্ছেদকারী দলের সদস্যরা। শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া।
প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলাবাহিনী। পুনরায় শুরু হয় উচ্ছেদ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের ঘোষণা, যেকোনো মূল্যে রাস্তার জায়গা বুঝে নেয়া হবে।
এলাকাটি আটকে পড়া পাকিস্তানি অধ্যুষিত। মোহাম্মদীয় সোসাইটি নামের মার্কেটটির বেশিভাগ ব্যবসায়ীই বিহারী। তারা বলছেন, ৪ দশকের বেশি সময় ধরে এখানে ব্যবসা করছেন। পুনর্বাসনের দাবি তাদের।
পুরো সড়কটি ভালোভাবে চালু হলে মিরপুর ১১ নম্বর থেকে কালশী পর্যন্ত নতুন একটি বাইপাস পথ হবে।