প্রথম চালানে এসেছে, ২০ লাখ ডোজ। যা ভারত সরকারের শুভেচ্ছা উপহার। দুটি ফ্রিজার ট্রাকে করে নিয়ে যাওয়া হয়, তেজগাঁওয়ের ইপিআই স্টোরেজে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের হাতে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন হস্তান্তর করেন, ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশ একসাথে করোনা মোকাবিলা করবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শত প্রতিকূলতার ভেতরে করোনা মোকাবিলায় বাংলাদেশ সবার চেয়ে এগিয়ে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে বন্ধুত্বের প্রমাণ রাখলো ভারত।