বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে মিরপুরের ১১ নাম্বার সেক্টরের ৩ নম্বর অ্যাভিনিউয়ে, সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে যায়, সিটি করপোরেশন। এসময় সড়কের পাশের একটি স্থাপনা ভাঙতে গেলে, উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।
পুলিশ ও ডিএনসিসি কর্মকর্তাদের ঢিল ছুঁড়তে থাকে স্থানীয়রা। পাল্টা জবাব দেয় পুলিশও। কিছুক্ষণ পর বাড়তি পুলিশ নিয়ে, ফের উচ্ছেদ অভিযান শুরু করে।
ঘটনাস্থল পরিদর্শন করে মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ারি দেন, কোনো বাধাই অবৈধ স্থাপনা উচ্ছেদ থামাতে পারবে না।