১৩ জানুয়ারি, সন্ধ্যা সাড়ে ৬টা, উত্তরা ৯ নম্বর সেক্টরের খাবার ব্যবসায়ী মিহির রায়কে মোটরসাইকেলে করে নিয়ে যায় এক যুবক।
এরপর থেকেই লাপাত্তা মিহির। একদিন পর ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে তার স্ত্রীর কাছে। বিভিন্ন অংকে কয়েকবার দুই লাখ টাকার বেশি বিকাশে পরিশোধ করেন মিহিরের স্ত্রী। মুক্তির আভাস না পেয়ে শরণাপন্ন হন পুলিশের।
গত সোমবার বিশেষ অভিযানে নামে উত্তরা গোয়েন্দা বিভাগের একটি দল। মিহির জীবিত উদ্ধার করা হয় দক্ষিণখান থেকে। গ্রেপ্তার করা হয় দুই অপহরণকারীকে।
অপহৃত মিহির জানান, খাবারের অর্ডারের কথা বলে তার রেষ্টুরেন্টের সামনে থেকে তুলে নেয়া হয় তাকে।