প্রতিবেশীদের সাথে সুসম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশ, নেপাল, ভুটানকে বিনামূল্যে ভ্যাকসিন দিবে ভারত। ২০ লাখ কোভিশিল্ড টিকা বিশেষ বিমানে পৌঁছাবে বাংলাদেশে।
টিকা ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলতে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, মূল টিকাদান কর্মসূচি- যা শুরু হবার কথা ফেব্রুয়ারিতে এর আগেই ২০ লাখ টিকার প্রয়োগ শুরু হবে। স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারির কর্মীরা শুরুতেই পাবেন এই টিকা।
মন্ত্রী জানান, শুধু এই ২০ লাখই নয়, প্রত্যাশিত তিন কোটি ভ্যাকসিনও সংরক্ষণের প্রস্ততি আছে বাংলাদেশের। টিকাদান কর্মসূচিতে জেলা পর্যায়ে ৪টি, মেডিকেল কলেজে ৬টি ও উপজেলায় ২টি ভ্যাকসিনেশন টিম কাজ করবে বলেও জানান মন্ত্রী।
আগামী ২৬ জানুয়ারি সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৩ কোটি করোনা ভ্যাকসিনের প্রথম ৫০ লাখ দেশে আনবে বেক্সিমকো।