নিশ্চিত মনে ঘুমাচ্ছে ৪ বছরের আফরা আনজুম। জেগে উঠে-ই হয়তো খুঁজে ফিরবে মা-বাবাকে, পেতে চাইবেন মমতার ছোঁয়া। কিন্তু তা তো আর কখনোই হবার নয়। রাজধানীর বিমানবন্দর সড়কে আজমেরী বাসের চাপায় চির ঘুমে অবুঝ শিশুটির মা-বাবা।
সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ ইকবাল ও মায়া হাজারিকা দম্পতি। এ যে অন্তিম যাত্রা হবে তা কে জানতো! নিহতের স্বজনরা বলছেন,ঘন কুয়াশায় বেপরোয়া বাসের গতিই কেড়ে নেয় তাদের জীবন।
পুলিশ জানিয়েছে,বাস জব্দ করা গেলেও পলাতক চালক ও হেলপার।
ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে আকাশ-মায়া দম্পতির শেষ গন্তব্য ফরিদপুরে।