১৯৭৫ সালে প্রবর্তিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারই ধারাবাহিকতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ২৬ বিভাগে ৩৩ জন পান এ পুরস্কার। প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এরপর ভিডিও কনফারেন্সে যুক্ত প্রধানমন্ত্রী চলচ্চিত্রের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন, জানান কল্যাণ ট্রাস্ট গঠন করে শিল্পী কলাকুশলীদের সহযোগিতা পরিকল্পনার কথাও। বলেন, চলচ্চিত্র উন্নয়নে হাজার কোটি টাকার তহবিল করার কথাও জানান প্রধানমন্ত্রী।
এসময় সমাজ গঠনের সিনেমার ভূমিকার কথা উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় ঐতিহ্য বজায় রেখে আধুনিক করতে হবে চলচ্চিত্রকে।
এসময় সবাইকে স্বাস্থ্যবিধী মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।