দগ্ধরা হলেন- ওয়ার্কশপটির জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল (২৫), কর্মচারী জুয়েল (৩২), রবিউল ইসলাম (২৪), সুনাম (২০), প্রাইভেটকারচালক আলী আকবর (৫০), হায়দার আলী (২২) ও রুবেল হাওলাদার (২৭)।
প্রতক্ষ্যদর্শিরা জানান, দুপুরে গুলশান লিংক রোডে ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে একটি গাড়ি সার্ভিসিং এর সময় পাশের একটি গাড়ির সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। মূহূর্তেই আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। ৭ জন দগ্ধ কর্মচারিকে দ্রুত নেওয়া হয় শেখ হাসিনা বার্ন ইউনিটে । সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিন জনকে ছেড়ে দেওয়া হয়। ভর্তি ৪ জনের মধ্যে রুবেল সর্বোচ্চ ১৪ শতাংশ দগ্ধ হয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শিল জানান, শনিবার দুপুরের পর রাজধানীর লিংক রোড শান্তা টাওয়ারের পাশে নেপোলিস্ট এলপিজি গ্যাস ওয়ার্কশপে একটি গাড়ি মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়। গাড়ির ইঞ্জিন গরম থাকায় গ্যাসের কাজ করতে গেলে আগুন ধরে যায়।