ভোটগ্রহণ শেষে চলছে গণণা। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোট আর শেষ হয় বিকেল ৪টায়। ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের লাইন। তীব্র শীত উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।
তবে কিছু নির্বাচনি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেনীর দাগনভূঞায় একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভায় ভোট দিতে না পারার অভিযোগে নির্বাচন বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থী। এছাড়াও পাবনায় মেয়র প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।
বাগেরহাটের মোংলা বন্দর কওমি মাদ্রাসা কেন্দ্র। ভোট শুরুর কিছু সময় পরই দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে বাঁধে সংঘর্ষ। ধাওয়া-পাল্টা ধাওয়া আর লাঠি পেটায় আহত হয়েছেন, অন্তত ১০ জন। পরে, ভোট বর্জনের ঘোষণা দেন, বিএনপির মেয়র প্রার্থীসহ ১৮ কাউন্সিলর প্রার্থী।
ফেনীর দাগনভূঞায় একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।