শনিবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
১৯৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২১২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ৭টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ৫৭৮ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক চার নয় শতাংশ। আর নতুন ৬শ ৩৩ জনসহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭শ ৫৬ জন।