পুলিশ জানায়, গতকাল ধর্ষণের শিকার ওই নারী সালাম মিয়ার কাছে কবিরাজি চিকিৎসার জন্য যায়। সেসময়, হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে সালাম মিয়া। পরে, ভুক্তভোগী ওই নারী রাতেই ধামরাই থানায়, নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে মামলা করেন।
ধর্ষণের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত সালাম মিয়াকে দুপুরে আদালতে পাঠানো হবে।