মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শেরে বাংলা নগরের একনেক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২০ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন দেয়া হয়েছে। যেখানে আগামী ৫ অর্থবছরে সাড়ে ৬ লাখ কোটি টাকা খরচে উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে। এনইসি সভায় এ পরিকল্পনা অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী জানান, ২০২০ থেকে ২০২৫ এই ৫ অর্থবছরে বাস্তবায়িত হবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০২৫ শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫১ শতাংশে উন্নীত হবে, সেই সাথে চরম দারিদ্র ৭ দশমিক ৪ শতাংশে নেমে আসবে। আর ২০২৫ সাল পর্যন্ত বিদেশে ৩২ লাখ মানুষের কর্মসংস্থানসহ দেশে-বিদেশে কর্মসংস্থান হবে ১ কোটি ১৩ লাখ মানুষের।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ অর্থবছর শেষে জিডিপিতে শিল্পখাতের অবদান দাড়াবে ৪২ শতাংশ এবং কৃষিখাতের ১০ শতাংশ। পরিকল্পনায়, করোনায় ক্ষতিগ্রস্তদের পুনরোদ্ধার, রাজস্ব আয় বাড়ানো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নানা কৌশলও অন্তর্ভুক্ত আছে।