এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে সেনা সদর দফতরের সামরিক সচিবের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৫ সালে সেনাবাহিনীতে কমিশন পাওয়া ওয়াকার উজ জামান নবম পদাতিক ডিভিশনেরও নেতৃত্বে ছিলেন। জাতিসংঘ মিশনেও পালন করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।