জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে বিএনপি নেতা গয়েশ্বর রায় বলেন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলার মাধ্যমে আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। একে ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতির ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন অনেকে।
বক্তারা দাবি করেন, লুটপাট থেকে দৃষ্টি ফেরাতেই সরকার এই কাজ করেছে। সম্প্রতি পুরাতন ঢাকায় মোগলটুলিতে একটি স্কুলের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় থেকে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করা হয়।