করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৬ জন। ফলে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৬ হাজার ৫শ' ৮০ জন। মৃত্যুর হার ১ দশমিক চার তিন শতাংশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন, ১ হাজার ৯শ' ০৮ জন। ফলে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৪ লাখ ৬০ হাজার ৬শ ১৯ জন। আর নতুন ২ হাজার ২শ ০৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮শ ৮৫ জন।
গত ১২ দিনের ধারাবাহিকতায় মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য আজও রাজধানীর বিভিন্ন স্থানে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা
প্রশাসের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেছেন পরিবহন থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে। জানিয়েছেন, আগের তুলনায় মাস্ক ব্যবহারে সচেতন হয়েছেন সাধারণ মানুষ।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রামে একজন, খুলনায় তিনজন, বরিশালে একজন ও রংপুরে একজন রয়েছেন।