মার্কিন স্থপতি রবার্ট বাউগির নকশায় ১৯৬৮ সালে নির্মিত কমলাপুর রেলস্টেশন।
এটি শুধুমাত্র দেশের বড় রেলস্টেশনই নয় আইকনিক স্থাপনাও বটে।
এই স্টেশনই ভেঙ্গে ফেলা হবে উত্তরা দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের স্টেশন ও রেল মন্ত্রণালয়ের নেয়া নতুন প্রকল্প মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের জন্য।
কমলাপুর রেলস্টেশনকে ঘিরে একটি আধুনিক মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব বানাতে জাপানের কাজিমা করপোরেশনের সাথে চুক্তি করেছে সরকার। অপরদিকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিত অংশের স্টেশনের জন্যই সৃষ্ট জটিলতায় বর্তমান জায়গা থেকে ১৩০ মিটার উত্তরে নতুন করে নির্মাণ করা হবে স্টেশনটি।
এবিষয়ে রেলমন্ত্রী জানান, কাজিমা করপোরেশনের পরিকল্পনায় সম্মত হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এখন শুধু প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা।
ভাঙার দিনক্ষণ ঠিক না হলেও, মন্ত্রী জানান নতুন যে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব হবে অত্যাধুনিক।