২০০০ সালে বাংলাদেশিদের গড় আয়ু ছিলো ৬৫ বছর। দুই দশকে যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছরে। গড় আয়ু বাড়ার সাথে সাথে দেশে বাড়ছে ষাটোর্ধ্বদের সংখ্যাও। সরকারি হিসাবে তা ১ কোটি ৩০ লাখ।
সে হিসাবে ২০৫০ সাল নাগাদ দেশে প্রবীণ নাগরিক হবে মোট জনসংখ্যার ২০ শতাংশ বা সাড়ে ৪ কোটির মতো। কিন্তু এই জনগোষ্ঠীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং জনবল এখনও অপ্রতুল।
ষাটোর্ধ্ব নাগরিকদের চিকিৎসার জন্য ২০১৮ সালে তৈরি হয় দেশের একমাত্র বিশেষায়িত সিনিয়র সিটিজেন হসপিটাল।
চিকিৎসকরা বলছে, প্রবীণদের স্বাস্থ্যসেবার প্রক্রিয়া ও কৌশল বেশ জটিল। প্রয়োজন হয় জেরিয়াট্রিক বা বিশেষায়িত চিকিৎসা।
সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখে এ হাসপাতালের চিকিৎসা ব্যয়ও রাখা হয়েছে কম। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিপুল এই জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করতে বেরসরকারি খাতেও এমন হাসপাতালের উদ্যোগ নেয়া প্রয়োজন।