দেশের একটি বিকাশমান খাত আইটি। এখাতে অর্জনের অনেকটাই আসছে ফ্রিল্যান্সারদের হাত ধরে। সরকারি হিসেবে বর্তমানে দেশে প্রায় সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার বছরে আয় করছেন প্রায় ৩০০ মিলিয়ন ডলার।
তবে এতদিন ছিলো না ফ্রিল্যান্সারদের কোনো আনুষ্ঠানিক স্বিকৃতি। এবার সরকারপ্রধানের উদ্যোগে ঘুঁচলো সে আক্ষেপ পাচ্ছেন আইডি।
গণভবন থেকে ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজন দক্ষ জনশক্তি, যা নিশ্চিত করতে চায় সরকার।
শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এগিয়ে নিতে হবে দেশকে। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহবানও জানান প্রধানমন্ত্রী।