দায়িত্ব নিয়েই চষে বেড়াচ্ছেন ঢাকা। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সংবাদমাধ্যম বাদ নেই কিছুই। বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো উঁচুতে নিতে তার এই প্রয়াসের অংশ হিসেবে বুধবার ঘুরে গেলেন চ্যানেল টোয়েন্টিফোর।
ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে স্বাগত জানান চ্যানেল টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চব্রবর্তী পিজু ও নির্বাহী পরিচালক তালাত মামুন। চলে সৌজন্য আলাপ। বাদ যায়নি উপহার বিনিময়ও।
বার্তাকক্ষও ঘুরে দেখেন বিক্রম দোরাইস্বামী। কথা বলেন, সংবাদকর্মীদের সাথে। সমসাময়িক বিষয় নিয়ে মুখোমুখি হন চ্যানেল টোয়েন্টিফোরের।
পরে চ্যানেল টোয়েন্টিফোরের কর্ণধার এবং হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। সৌজন্য আলোচনায় অংশ নেন ব্যবসায়ী নেতারাও। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বিষয়ে নানা আলোচনাও হয়।
ঘুরে দেখেন সমকালের বার্তাকক্ষও। সম্পাদক ও অন্য সংবাদকর্মীদের সাথে আলোচনা করেন। বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক। একে আরো এগিয়ে নেয়াই তার মূল দায়িত্ব।
বিক্রম কুমার দোরাইস্বামী জানান, ভারতের কাছে বাংলাদেশ সর্বাগ্রে। তার মেয়াদকালে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।