বুধবার (২৫ নভেম্বর) সকালে এক অনলাইন ব্রিফিয়ে ভর্তি বিস্তারিত তুলে ধরে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। বলেন, করোনা পরিস্থিতির কারণে, স্কুল যেহেতু খোলার সুযোগ নেই তাই এ পদ্ধতিতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
এ বছর মহানগরীতে বাড়ানো হয়েছে এলাকাভিত্তিক ভর্তির কোটা। সেই সাথে বাড়তি ফি নিলে কঠোর ব্যবস্থার হুমকি শিক্ষামন্ত্রীর।
এরই মধ্যে ভর্তির প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষার্থীরা। তাই, লটারির মাধ্যমে ভর্তির এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন অনেক শিক্ষার্থী অভিভাবক।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভর্তির বিস্তারিত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। তবে, কবে ক্লাস শুরু হবে, তা এখনও অনিশ্চিত।