করোনা মহামারির কারণে, মার্চ থেকে বন্ধ দেশের সব স্কুল। কিন্তু, থেমে নেই লেখাপড়া। বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে চলছে শিক্ষা কার্যক্রম।
তবে, এ বছর হবে না স্কুল ফাইনাল। তাই, পরবর্তী ক্লাসে ভর্তি নিয়ে উদ্বেগে শিক্ষার্থীরা।
এদিকে বছরের এ সময়ে শেষ হয় স্কুল ভর্তির সব প্রস্তুতি, কিন্তু এখনও সরকারের কোনো সিদ্ধান্ত না পাওয়ায় দোটানায় স্কুল কর্তৃপক্ষ।
গত কয়েক বছর ধরে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে লটারির মাধ্যমে। অন্য ক্লাসে ভর্তি, স্কুল ও পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে। এবার ফাইনালসহ একাধিক পাবলিক পরীক্ষা বাতিল হওয়ায়, কয়েকটি বিকল্প ভেবে রেখেছে সরকার।
ভর্তিতে যে পদ্ধতিই নেয়া হোক না কেনো, বর্তমান করোনার পরিস্থিতির কারণে, শিক্ষার্থীরা আবার কবে স্কুলে ফিরবে, তা এখনও অনিশ্চিত।