২৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র কেনা ও জমা দেয়া যাবে। প্রতিদিন এ কার্যক্রম চলবে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
মেয়রের মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা। আবেদনপত্র কিনতে সংশ্লিষ্ট জেলা, উপজেলা অথবা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রেজ্যুলেশন লাগবে। সেই সাথে নিজ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। পরবর্তীতে মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে।
২৫ পৌরসভায় নির্বাচন হবে ২৮ ডিসেম্বর।