মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন। বাকি দুই মামলার জামিন শুনানি হবে আগামী ১৫ ডিসেম্বর।
পাশাপাশি নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলোর তালিকাও চেয়েছেন হাইকোর্ট। সাইবার ট্রাইব্যুনালকে এই তালিকা দিতে বলা হয়েছে।
গেল ৯ মার্চ কাজলসহ ৩১ জনের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এর পরদিন নিখোঁজ হন সাংবাদিক কাজল। পরে দোসরা মে রাতে বেনাপোল থেকে উদ্ধারের পরদিন ৫৪ ধারার একটি মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।