করোনায় ৭ দিনে সর্বোচ্চ ১০ হাজার প্রাণহানির রেকর্ড যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে প্রাণহানির সংখ্যা ১ হাজার ৬শ' ৩৪ জন। ২৪ ঘন্টায় নতুন ৫ হাজার ৫শ' ৮০ জন সুস্থের রেকর্ড মেক্সিকোতে।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে প্রতিবেশী ভারত। দেশটিতে নতুন করে আক্রান্ত ৪৩ হাজারের বেশি। প্রাণহানির সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ২শ' ৫৪ জনে। অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে চলা লকডাউনেও সংক্রমণ কমছে না ইউরোপের দেশগুলোতে।