বই ছাপা হবে নতুন পাঠ্যক্রমে। যেখানে পাঠের বিষয় আর সূচিতে থাকবে নানা পরিবর্তন। ২০১২'র পর আসছে বছর থেকে প্রাথমিক আর মাধ্যমিকের পাঠ্যক্রম ঢেলে সাজানোর পরিকল্পনা ছিলো সরকারের। টানা কয়েক বছর ধরে বিভিন্ন ধাপে পরিবর্তন আর পরিমার্জনের সেই উদ্যোগে বাধ সেধেছে, করোনা মহামারি।
তাই, আসছে বছর নতুন পাঠ্যক্রমে হচ্ছে না প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণীর বই ছাপা। শুধু মাধ্যমিকে সহায়ক পাঠ্য 'আনন্দ পাঠ' নতুনভাবে ছেপে খুশি থাকতে হচ্ছে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে।
২০২১ সালের নতুন বইয়েও নেই তেমন কোনো পরিবর্তন। তবে, ছাপার খরচ বাড়ার শঙ্কা মুদ্রণ শিল্প সমিতির।
বিনামূল্যে বিতরণের জন্য এ বছর সব মিলিয়ে সাড়ে ৩৫ কোটি বই ছাপছে সরকার।