শীতেই রাজধানীতে আগুন লাগার ঘটনা বেশি ঘটে। এবার শীতের শুরুতেই আগুন লাগলো রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে। সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যেখানে আগুন লাগে, সেখানে বস্তিঘর, প্লাস্টিক পণ্য ও ওষুধসহ বিভিন্ন দোকান ছিলো। যা আগুনে পুড়ে ভস্সিভুত। হতাহতের ঘটনা না ঘটলেও, শেষ সম্বলটুকো হারি পাগল প্রায় ক্ষতিগ্রস্তরা।
ঘটনা স্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাত হোসাইন বলেন, প্রায় এক ঘন্ট ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, হাজার হাজার উৎসুক জনতার জন্য আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বিদ্যুত অথবা গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি।
এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে, ২০১৫ সালে মে মাসে এবং ২০১২ সালের অক্টোবর মাসে বস্তিটিতে আগুণের ঘটনা ঘটে।