করোনাকালে গণমাধ্যমের যুদ্ধের গল্প নিয়ে সোমবার (২৩ নভেম্বর) জাতীয় জাদুঘরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত তিনদিন ব্যাপী চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীতে সিনিয়র সাংবাদিকরাও তাগিদ দিলেন আইনটি চূড়ান্ত করার।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস যেদিন থেকে হানা দিয়েছে বাংলাদেশে, সেদিন থেকেই সম্মুখ সারিতে গণমাধ্যম কর্মীরা। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও, মাঠে থেকে তুলে আনছেন সবশেষ পরিস্থিতি। শব্দ ও ছবির মাধ্যমে সচেতন করছেন দেশবাসীকে।
গত নয় মাসে গণমাধ্যমের এই সংগ্রামকে তুলে ধরতেই চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। যাতে ফুটে উঠেছে কোভিড মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব ও মানবিকতার প্রতিচ্ছবি।
করোনা মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ত্যাগ ও সাহসী ভূমিকার সাধুবাদ জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদও।
জাতীয় জাদুঘরে বিজেসির এই প্রদর্শনী চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।