পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনা মোকাবিলায় সচেতনতামূলক প্রচার-প্রচারণা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
করোনা মোকাবিলায় কৃষি এবং দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে এদিন মন্ত্রিসভাকে অবহিত করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা।
এছাড়া, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন-২০২০ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জানানো হয়, অসুস্থ, অস্বচ্ছল এবং মৃত শিল্পীদের পরিবারকে সহায়তা দিতে এ আইন।