channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

মোহাম্মদপুরে ভাঙ্গারির দোকানে বোতল বিস্ফোরণে ৭ জন দগ্ধ

মোহাম্মদপুরে ভাঙ্গারির দোকানে বোতল বিস্ফোরণে ৭ জন দগ্ধ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাঙ্গারির দোকানে বোতল বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ওই দোকানের মালিকসহ চারজন ও পাশের দোকানের তিনজন কর্মচারী রয়েছেন।

ঘটনার পরপরই তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়।

 চিকিৎসকরা জানান, দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। একেকজনের শরীর ২০ থেকে ৫৬ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরিবার ও স্বজনরা জানান, মেশিন দিয়ে ভাঙারির মালামাল ভাঙার সময় একটি পরিত্যক্ত বোতল বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর