চণ্ডিপাঠ, বোধন ও দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছিল এবারের উৎসব। বৈশ্বিক মহামারির কারণে মণ্ডপে দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখা হয়েছে। সন্ধ্যায় আরতির পর বন্ধ থাকে পূজামণ্ডপ। গতকাল মহানবমীতে কল্পারম্ভ ও বিহিত পূজা হয়। এখন মণ্ডপে-মণ্ডপে বাজছে বিষাদের সুর। দোলায় চড়ে মর্তে আসা দেবী ফিরে যাবেন গজে চড়ে।