ঢাকের বাদ্য, শঙ্খ ধ্বনি ও মঙ্গল প্রার্থনায় মুখর মন্দির প্রাঙ্গণ, মহানবমীর পূণ্য তিথিতে দেবী বন্দনা। শাস্ত্রীয় নিয়ম মেনে এদিন কল্পারম্ভ বিহিত পূজা করা হয়। দেবীকে চামুন্ডা রূপে আরাধানার পর চরণে দেয়া হয় অর্ঘ্য।
পূজা শেষে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। বৈশ্বিক মহামারির কারণে এবার নানা নিয়মের বেড়াজালে আটকা পড়েছেন ভক্তরা। তবে সেটি নিয়ে তাদের তেমন কোনো ক্ষোভ নেই।
দেবী দুর্গা এবার মর্ত্যে এসেছেন দোলায় আর ফিরে যাবেন গজে।
আগামীকাল প্রতীমা বিসর্জনে শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব।
নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সিংয়ে ঢাকেশ্বরী মন্দিরে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবাইকে শুভেচ্ছা জানান তিনি।