মির্জা ফখরুল বলেন, দেশে সাংবাদিক নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে; যার একটিরও বিচার হচ্ছে না।
তিনি আরও বলেন, ভিন্নমতকে স্থিমিত করে দেওয়ার জন্য সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ যারা ভিন্নমত পোষণ করে, লেখালেখি করে, প্রচারের মাধ্যমে তারা কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। সেই কারণে রুহুল আমিন গাজীকে একটা মিথ্যা মামলায়, মিথ্যা অপবাদ গ্রেফতার করা হয়েছে।
করোনা মোকাবিলা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, শুধু তাই নয় তারা করোনাভাইরাসকে ব্যবহার করে দুর্নীতি-লুটপাটের পাহাড় গড়ে তুলেছে। আজকে প্রমাণিত হয়ে গেছে এই সরকার গণতন্ত্র বিশ্বাস করে না। শুধু জনগণকে বোকা বানানোর জন্য, গণতন্ত্রের মুখোশ পরে এক দলীয় শাসন ব্যবস্থা, প্রকৃতপক্ষে এক নেত্রীর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্র পরিচালনায়, দেশের মানুষের সমস্যা সমাধানে, দেশের মানুষের কল্যাণে সব কিছুতেই এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।