রবিবার (২৫ অক্টোবর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পিকে হালদারের দেশে ফেরার মত পরিবর্তনের জবাবের অপেক্ষায় রাষ্ট্রপক্ষ। জানান, পিকে হালদার জেলে গেলেও, সেখান থেকে পাওনাদারদের দেনা পরিশোধ করতে পারবেন।
অভিযুক্ত মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে আদালতই ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। এদিকে দুদক বলছে, প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে পিকে হালদারকে দেশে আনা হবে।