শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশকি ৪৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫শ' ৮৬ জন। শনাক্ত বিবেচনায় এই হার ১১ দশমিক ২৩ শতাংশ।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন। আর সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ১২ হাজার ৬৫ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৫৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৮৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন, রংপুর বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ১০৫ জন, বরিশাল বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৭৫ জন, সিলেট বিভাগে ৭২ জন আর ময়মনসিংহ বিভাগে ১১ জন।