channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

শুরু হলো দুর্গাপূজা, স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের আরাধনা

শুরু হলো দুর্গাপূজা, স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের আরাধনা

শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার সকালে ষষ্ঠী বিহিত পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় বরণ করে মণ্ডপে অধিষ্টিত করা হয় দেবীকে। স্বাস্থ্যবিধি মেনে ভক্তরা আরাধনা করছেন দুর্গার।

ঢাকের বাদ্য, কাঁসার ঘণ্টা আর শঙ্খ-উলুধ্বনিতে মুখর মণ্ডপগুলো। মহাষষ্ঠীতে আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গা বাবার বাড়ি, অর্থাৎ মর্ত্যলোকে এসেছেন ঘোড়ায় চড়ে। আবার তাতেই ফিরবেন শ্বশুর বাড়ি কৈলাসে।

সকাল থেকেই রাজধানীর জাতীয় মন্দির ঢাকেশ্বরীসহ বিভিন্ন মণ্ডপে চলে পূজা-অর্চনা। দেবীর কৃপা লাভের আশায় ভিড় করেন ভক্তরা।

বাগেরহাটের শিকদার বাড়িতেও চলছে দুর্গাপূজার বড় আয়োজন। সুবিশাল মণ্ডপে কারুশিল্পীদের তৈরি দুর্গতিনাশিনীর প্রতিমা।

সারা দেশে এবার ৩১ হাজারের বেশি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার মহাসপ্তমীতে বিহিত পূজা শেষে সন্ধ্যায় হবে আরতি।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর