channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

খোরাকি ভাতা মেনে নেয়ার প্রতিশ্রুতিতে নৌ-ধর্মঘট প্রত্যাহার

খোরাকি ভাতা মেনে নেয়ার প্রতিশ্রুতিতে নৌ-ধর্মঘট প্রত্যাহার

বেতন-ভাতাসহ ১১ দফা দাবিতে সারাদেশে তৃতীয়দিনের মতো চলমান ধর্মঘট প্রত্যাহার করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা।

অচলাবস্থা কাটলো নৌপরিবহনে। খোরাকি ভাতা দেয়ার সিদ্ধান্ত হওয়ায়, ধর্মঘট থেকে সরে আসলেন শ্রমিকরা। সন্ধ্যায় সচিবালয়ে ১১ দফা দাবিতে ধর্মঘটের পক্ষে-বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেন নৌযান মালিক-শ্রমিক প্রতিনিধিরা। সবার বক্তব্যের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

১১ দফা দাবি আদায়ে গত ২০ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়। অন্যদিকে শ্রমিকদের দাবী অযৌক্তিক বলছে মালিকরা।

দাবি আদায়ে সরকারকে পাশে পেয়েছে নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এনিয়ে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। তিনি বলেন শ্রমিকদের দাবি যৌক্তিক। আজকের মধ্যেই ধর্মঘট প্রত্যাহার হবে বলে আশা করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর