এর আগে রোববার (১৮ অক্টোবর) আগাম জামিন আবেদন করেন তিনি। পরে আদালত নিক্সন চৌধুরীর জামিন আবেদন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
এর আগে ১৫ অক্টোবর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নিক্সন চৌধুরীর বিরূদ্ধে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন জেলা নির্বাচন অফিসার নেয়াবুল ইসলাম।
অভিযোগ, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে হুমকি ও নির্বাচনী দ্বায়িত্ব পালনরত কর্মকর্তাদের গালিগালাজ করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।