৯ সেপ্টেম্বর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেদিন কুরিয়ার সার্ভিসে বিদেশে পাচারের সময় আটক হয় প্রায় ১৩ কেজি অ্যামটাফিন। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। এ ঘটনায় গ্রেপ্তার হন ৬ জন। মামলা হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে।
৭ অক্টোবর বুধবার। এক সংবাদ সম্মেলনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আহসানুল জাব্বার জানালেন, ইয়াবার অন্যতম কাঁচামাল অ্যামটাফিন পাচারের রুট ছিলো বাংলাদেশ। মাদকের ডিজির অসহায়ত্বেই প্রমাণ করে শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর দিয়ে নিরাপদে পাঠানো হতো এসব।
সেদিনই ঘটে এক অভিনব ঘটনা। অ্যামটাফিন পাঁচারের সব আসামীকে জামিন দিয়ে দেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। বিষয়টি জানতে কথা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবুর সাথে। এ নিয়ে কিছুই জানানো হয়নি তাকে।
এবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের মাদক মামলার সেলে যায় চ্যানেল 24। তারা বললেন বিষয়টি তারা জানেন। তবে কথা বলতে চান না।
তবে মাদকের মামলায় জড়িত এমন আসামীদের জামিন দেয়া ঠিক হয়নি বলে মনে করেন ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর।
বিস্তারিত দেখুন ভিডিও লিংকে: