শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ৯ হাজার ৫শ' ৫৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১শ' ৮২ জন। শনাক্তের হার ১২ দশমিক তিন সাত শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫শ ৬৫ জন।
নতুন ১ হাজার ৪শ' ৪২ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন। সুস্থতার হার ৭৬ দশমিক দুই শূন্য শতাংশ।