নিমেশ চন্দ্র দাশ। দেশে সর্বোচ্চ আদালতে সবাই চেনেন নিমেশ বাবু নামে। ৪৪ বছর কাজ করেছেন সুপ্রিম কোর্ট বারে। তাকে ছাড়া যেন অচল বার। সেখানে বৃহস্পতিবার ছিলো তার শেষ কর্মদিবস।
নিমেশ বাবু যখন সুপ্রিম কোর্ট বারে আসেন, তখন সেখানে ছিলো মাত্র ৪টি ফাইল। সেখানে এখন হাজার হাজার ফাইলের স্তূপ। অথচ সবকিছুই তার নখদর্পনে।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বেশিরভাগ বিচারপতিই সনদ নিয়েছেন তার হাতে। শেষবারের মতো কর্মস্থল ছাড়ার আগে গর্ব ভরে বললেন তা।
স্বাধীনতার পর এত দীর্ঘ সময় সুপ্রিম কোর্ট বারে কাজের অভিজ্ঞতা আর কারও নেই। তাই মায়ারটানও একটু বেশি। শেষ দিন সব সহকর্মীকে বলে গেলেন বারের খেয়াল রাখতে, তার কর্মজীবনের যে এখানেই সমাপ্তি।