তবে অন্যান্য দিনের তুলনায়, জনসমাগম কিছুটা কম। যারা এসেছিলেন, তাদের বেশিরভাগই পেয়েছেন টিকিট। রিয়াদের ২২ থেকে ২৪ মার্চ আর দাম্মামের ২১ থেকে ২৪ মার্চের ফিরতি টিকিটধারীরা টিকিট পান তিন অক্টোবরের।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ কম, তাদের টিকিট আগে দেয়া হয় টিকিট।
এদিকে কফিলের সাথে কথা বলে, কেউ কেউ কাজের মেয়াদ বাড়িছেন এক থেকে দুই মাস।