অনিশ্চয়তা, উদ্বেগ আর উৎকণ্ঠা। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের গত ৬ মাসের সঙ্গী। করোনায় শিকেই উঠেছে লেখাপড়া। নিরাশায় দোলাচলে পরীক্ষার্থীরা। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পেরোচ্ছে সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থীর।
উচ্চশিক্ষার পথের শেষ পাবলিক পরীক্ষা নিয়ে ঘোর কাটছেই না। ভবিষ্যৎ নিয়ে তাই ঘুরে ফিরে আসছে হতাশা আর দুঃশ্চিন্তা। তবে সুখবর এ সম্পাহেই পরীক্ষার তারিখ ঘোষণার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
গত পয়লা এপ্রিল শুরু হওয়ার কথা ছিলো এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু, করোনার কারণে, মার্চের শেষ দিকে তা স্থগিত করা হয়।